ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
মারুফ সরকার,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে একলক্ষ পনেরো হাজার টাকা অর্থদণ্ড করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।তিনি বলেন বুধবার সকাল ১১ টায় গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে ফসলি জমি কাটা হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও মোঃ আমীরুল ইসলাম নামক জনৈক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লক্ষ পনের হাজার টাকা অর্থদন্ড দেন বলে তিনি জানান।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ। অবৈধ উপায়ে বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST