এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোলে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার সময় বেনাপোল রেল স্টেশন ও রঘুনাথপুর গ্রাম এ কম্বল বিতরণ করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল গরীব অসহায়-দুস্থ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পরিবারের মাঝে উপস্থিত থেকে ৬৫ টি কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা প্রেসক্লাবের সাঃ সম্পাদক সাংবাদিক ইয়ানুর রহমান, বন্দর প্রেসক্লাব,বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাঃ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এসএম স্বপন, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, রাশেদুজ্জামান রাসেল সহ প্রমুখ। পর্যায়ক্রমে গরীব অসহায়-দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।