নওগাঁর আত্রাইয়ে উপজেলা বণিক ও মালিক সমিতির রাস্তায় রাস্তায় মাস্ক বিতরণ l

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বণিক ও মালিক সমিতির রাস্তায় রাস্তায় মাস্ক বিতরণ l

করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্ব জুড়ে।দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।করোনার প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও।এবার করোনাভাইরাস সম্পকে সচেতনতা বাড়াতে রাস্তায় রাস্তায় নামলেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতি।উপজেলার বিভিন্ন মাকেট,দোকানপাট,ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্যান চালক,ব্যাটারী চালিত অটো রিস্কা,পথশিশু ও শ্রমজীবি মানুষের মধ্যে উপজেলার বণিক ও মালিক সমিতিরপক্ষ থেকেমাস্ক বিতরণ ও সচেতনতা মূলক মাকিং এবং লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার 9 এপ্রিল সকাল 10 টা থেকে দুপুর 12 টা পযন্ত সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদ মোশেদ আলম পল্টু, সহ-সভাপতি মোজাম্মেলহক ও প্রাণবন্ধু পাল বাটুলসহ সমিতির অন্যান্য সাথে নিয়ে প্রায় তিন শাতাধীক মাস্ক বিতরণ ও মাইকিং করে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। এ ব্যাপারে আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশেদ আলম পর্টু বলেন, এটি আমাদের সংগঠনের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগঠনের সামথ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততো টুকু সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের বৃদ্ধির জন্য করা হলো।তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আত্রান্ত মানুষমাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম।আবার একজন সুস্থ্য মানুষের নিরাপত্তারজন্য মাস্ক ব্যবহার করলে ভালো। আসুন আমরা মাস্ক ব্যবহার করি ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করি এবংঅন্যকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সহযোগীতা করি।এ ছাড়া তিনি করোনাভাইরাস জনিত রোধ কোভিড-19 এর বিস্তার রোধকল্পে শতসাপেক্ষে সাবিক কাযবলি/ চলাচলে নিশেধাজ্ঞা আরোপ বিষয়ে মন্ত্রি পরিষদ বিভাগ কতৃক জারীকৃত প্রজ্ঞাপন অনুসরনকরে 9 এপ্রিল থেকে 13 এপ্রিল-2012 মেয়াদ সকাল 9টা হতে বিকাল5টা পযন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুরোধ জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest