রাজাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদন্ড l

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

রাজাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদন্ড l

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর মানকির চর এলাকা থেকে বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে৷ এ সময় তাদের কাছ থেকে মাটি ভর্তি ব্যবহৃত ট্রলার সহ মালামাল জব্দ করা হয় ৷


পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদেরকে ২ লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করেন।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার বাড়ইবাড়ীয়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে হাবীব হাওলাদার (৩২) ও একই উপজেলার বড়পাড়া এলাকার দলু পাটোয়ারীর ছেলে মাহাবুব পাটোয়ারী (৪৮) ৷

এ দিকে উপজেলার বিভিন্ন এলাকায় চলাচলের সময় মাস্ক না পড়ায় ৪ জনকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ৷


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest