সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সিলেট প্রতিনিধি

সিলেটের কোতয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগে মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মামলাটি দায়ের করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।

মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বলেন, ‘নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান হতে পারেন না, প্রকৃত মুসলমান কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে আমরা যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা ক্ষুব্ধ।’

নুরের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest