ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ২১টি ক্যাটাগরির মধ্যে ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন খানসামার ইউএনও সহ ৪ জন। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাই কমিটি ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী এ পদক ঘোষণা করেন। জেলার খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রাথমিক শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমানো, ব্যক্তিগত দান ও জনগণের সহযোগিতায় বিদ্যালয় গৃহনির্মাণ ও সম্প্রসারণ, বিদ্যালয়ে শিশুদের বসার টুল ও বেঞ্চ তৈরি, শিক্ষার নীতি ও দিকনির্দেশনামূলক তথ্যবহুল বই প্রকাশ, বিদ্যালয়কে আকর্ষণীয় করার জন্য সহযোগিতা, শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ, অধীনস্থ কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনে উদ্বুদ্ধকরণ, বিদ্যালয় গৃহ ও অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ক্লাব গঠন, আন্তঃবিদ্যালয় ক্লাব সমাবেশে আয়োজন, প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অভিভাবককে সচেতন করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, গরিব শিশুদের খাতাকলম-পেন্সিল প্রদানের ব্যবস্থা, শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা, বৃত্তিপ্রাপ্ত/পরীক্ষায় উত্তম ফল অধিকারীদের পুরস্কার বিতরণে ব্যবস্থা করার মাধ্যমে খানসামা উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ভাবকি ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাচিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী খানসামা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী সুজন চন্দ্র দাস। খানসামার উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন যেকোন প্রাপ্তিই আনন্দের। তবে স্বীকৃতি কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। চেষ্টা থাকবে আরো ভালোভাবে দায়িত্ব পালন করার। প্রতিনিয়ত নতুন কাজ করার চেষ্টা করি। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ক্যাপশন : উপরে শ্রেষ্ঠ ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোঃ সফিকুল ইসলাম এবং নিচে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ সাফিউল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী সুজন চন্দ্র দাস।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST