ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের সিংড়ায় চামারীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মহিদুল ইসলাম মানিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে অত্র এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।
সকালে সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের সামনে এলাকার শতশত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মহিদুল ইসলাম মানিক, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, গত ৭ মে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে সিংড়ার সোনাপুর এলাকায় পৌছলে স্থানীয় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবির সমর্থকরা মানিকের উপর চড়াও হয়ে হাতুড়ি পেটা করে আহত করে। স্থানীয় সাংবাদিক মানিকের দাবী তিনি রবির কিছু দূর্নীতির তথ্য পেয়ে তা নিয়ে খোজ করায় এ হামলা করা হয়। এ ঘটনায় মামলা করার পরও কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবী করেন তারা। অবিলম্বে এলাকার এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন নির্যাতনের শিকার এলাকাবাসী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST