ক্যান্সার আক্রান্ত কলারোয়ার মুক্তার আলী বাঁচতে চায়,সহায়তা কামনা

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

ক্যান্সার আক্রান্ত কলারোয়ার মুক্তার আলী বাঁচতে চায়,সহায়তা কামনা

শফিকুর রহমান,সাতক্ষীরা:- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত মুক্তার আলী বাঁচতে চায় । স্থানীয়দের বরাতে জানা গেছে,উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাকসা দক্ষিণ পাড়ার বাসিন্দা ও মৃত নূর বক্সের পুত্র হতদরিদ্র দিনমজুর মুক্তার আলী (৫৮) প্রায় ২ বছর ধরে আক্রান্ত হয়েছে মরন ব্যাধি ক্যান্সারে।জনে জনে জানিয়েছেন মায়াময়ী এই ধরাধামে বেঁচে থাকার আকুতি । কেঁড়াগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম জানান,মুক্তার আলী প্রথমে মুখ গহব্বরের ক্ষত ও টিউমারে আক্রান্ত হয়। যার বর্তমান পরিণতি মারনব্যাধি ক্যান্সার ।তাকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে,সাতক্ষীরার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ও এলাকার অনেক সরকারি বে-সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছি । এমনকি কিছুদিন পূর্বে আমরা এলাকা থেকে টাকা তুলে হতদরিদ্র ঐ মুক্তার আলীকে ভারতের কলকাতার বারাসত ক্যান্সার হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যাবস্থা করেছিলাম, কিন্তু অর্থের অভাবে সেই চিকিত্সা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।ফিরে আসতে হয় দেশে ।সর্বশেষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞডাঃ জাহিদ হাসানকে দেখালে তিনি মুক্তার আলীকে ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে রেফার করেন। এ দিকে মারনব্যাধি ক্যান্সারে আক্রান্ত,সহায় সম্বলহীন মুক্তার আলী উন্নত চিকিত্সার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক সহ এলাকার বিত্তবানদের সদয় দৃষ্টি কামনা করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest