ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
লালপুরে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যুর কোলে ঢোলে পড়লো ফুটবলার মনা (২৫)। মনা লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের শ্রী কার্তিক চন্দ্র দাস হিরুয়ার পুত্র।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার ১৯ মে বিকালে লালপুর মহাবিদ্যালয় কলেজ মাঠে ফুটবল খেলতে যায় মনা। খেলতে খেলতে ছয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে সতীর্থরা দ্রুত লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। পরে রোগীর স্বজনরা তাকে নিয়ে বাসায় যাওয়ার পর মনা নড়ে উঠে এবং নিশ্বাস নিতে থাকে। তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে সাতটার সময় মৃত ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST