লালপুরে দুবৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত l

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

লালপুরে দুবৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে দুবৃত্তদের হামলায় মুসা সরকার (৪০) নামের এক ইউপি সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। আহত মুসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার এবি ইউনিয়ন পরিষদের সদস্য ও শালেশ্বর গ্রামের মৃত মেহের সরকারের ছেলে।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার(২৩ মে) রাতে মুসা সরকার তার মোটরসাইকেল নিয়ে গোপালপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে রাত ১১টার দিকে কালুপাড়া শালেশ্বর রাস্তায় পৌছালে কিছু লোক তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র ও লাঠি শোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করা হয়নি।

এব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest