ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোলে ৭২জন ইমাম-মোয়াজ্জিমসহ ৩টি এতিমখানার ছোট্ট সোনামনিদের মাঝে কম্বল বিতরণ করলেন ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বেনাপোল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার ৩৮টি মসজিদের ইমাম-মোয়াজ্জিমসহ মাহবুবা হক এতিমখানা মাদ্রাসা, চেকপোস্টের বাগ-ই-জান্নাত এতিমখানা ক্বওমী মাদ্রাসা ও তালশারি দারুল উলুম এতিমখানা মাদ্রাসার সকল কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল মাহবুবা হক এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল হাই, সাবুর আলী, আওয়ামীলীগ নেতা রশি বাবু, মজনু, সাহেব আলী, ছাত্রলীগ নেতা খায়রুজ্জামান সজীব প্রমুখ। এ বিষয়ে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য। বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এক জনবান্ধব সরকার প্রধান। যার চিন্তা-চেতনা সবসময় মানুষের কল্যাণের জন্যই ব্যবহার হয়। সেসাথে ৮৫ যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন একই মনভাবাপন্ন হওয়ায় তিনিও শার্শাবাসীর আশির্বাদ হয়ে এলাকার মানুষের কল্যাণে নিজেকে সর্ব্বদা নিয়োজিত রেখেছেন। তাই, এমন গুণী মানুষদের পরশে এলাকার মানুষের জন্য যদি সামান্যতমও নিজেকে বিলিয়ে দিতে পারি সেটিই হবে পৃথিবীর প্রকৃত সুখ। এসময় তিনি এলাকার ইমাম-মোয়াজ্জিমসহ এতিম শিশু-কিশোরদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে সেরা তৃপ্তি দিতে পেরেছেন বলে মনে করেন। বলেন, দানের মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান। তাই, তিনি এলাকার সকল বিত্তবানদের প্রতি খুব বেশী করে দানশীল হওয়ার আহবান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST