কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদে তালা ৫দিন ধরে জন ভোগান্তি চরমে ll

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদে তালা ৫দিন ধরে জন ভোগান্তি চরমে ll

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিষদে তালা ঝুলিয়ে থাকার ঘটনার ৫দিন পেরিয়ে যাচ্ছে। ইউনিয়ন প্রশাসন তালা খোলার উদ্যোগ না নেয়ায় ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।ফলে ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহিতাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।জানা গেছে,মামলাজনিত কারনে চলতি বছর ১৭ জানুয়ারী স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। এরপর প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে বিজ্ঞ আদালত চেয়ারম্যানের বরখাস্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের এ আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার বাস্তবায়ন করবেন। কিন্ত এ ধরনের নির্দেশনা এখন পর্যন্ত না আসলেও এর আগেই ওই চেয়ারম্যান কিছু সংখ্যক লোক দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ঘেরাওসহ ঝাড়– মিছিল বের করে। সেইসাথে গত রোববার (৬ জুন) থেকে ইউনিয়ন পরিষদের সকল কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান গত মঙ্গলবার বরখাস্তকৃত চেয়ারম্যানসহ মোট ৩৫ জনকে আসামী করে একটি মামলা করেন। প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান জানান, পরিষদ তালা দিয়ে তার ভাড়াটিয়া লোকেরা অবস্থান নেয়ায় ইউপি সচিবও সদস্য গণ পরিষদে যেতে পারছেনা ফলে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা নিতে আসা জুয়েল হাওলাদার (৩৮) জানান, ইন্সুরেন্সের টাকা জমা দেবার জন্য ব্যাংক এশিয়ায় (তথ্যসেবা কেন্দ্র) ৫দিন থেকে ঘুরছি, ঘর বন্ধ। এরকম অনেকেই সেবা নিতে আসা মানুষজন পরিষদ বন্ধ থাকার কঠোর সমালোচনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যান ও পুলিশের ওসিসহ আইনশৃং্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest