গুরুদাসপুরে নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার l

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

গুরুদাসপুরে নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর তৌহিদ নামে তিন বছরের এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৯ জুন সকালে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পাশে গুমনাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা। গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে শিশুটি গতকাল সোমবার নিখোঁজ হয়। শিমু তৌহিদ গুরুদাসপুর উপজেলার উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের জুয়েল রানার ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিনদিন আগে শিশু তৌহিদ তার মায়ের সাথে গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গত সোমবার দুপুরে নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। আত্বীয় স্বজন আশপাশের ডোবা, নালা ও নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের খেয়া নৌকা পারাপারের মাঝি গুমানি নদী দিয়ে একটি শিশুর মরদেহ ভেসে যাওয়া দেখে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে। পরে জানতে পারেন শিশুটি গুরুদাসপুর এলাকার। তারা গুরুদাসপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। এসময় শিশুটির আত্বীয় স্বজন মরদেহটি শিশু তৌহিদের শনাক্ত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest