লালপুরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক l

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

লালপুরে ৬ কেজি গাঁজাসহ এক  যুবক আটক l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে র‍্যাব এর অভিযানে হান্নান আলী (৪২) নামের এক যুবক ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে ।

সোমবার ২৮ জুন রাতে সিরাজগঞ্জ র‍্যাব-১২ক্যাম্পের সদস্যারা উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর গ্রামের টিটিয়া- মাঝগ্রাম সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে । এসময় ৬ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব সদস্যারা । আটককৃত যুবক ওই গ্রামের পরান আলীর ছেলে ।

এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest