চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম বজলুর রহমান এর সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে নেংগুড়াহাট ফাজিল সিনিয়ার মাদরাসার মাঠে চালুয়াহাটী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুছা, উপজেলা ছাত্রদল নেতা ইফতেখার ইসলাম অগ্নী, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিন, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা শামছুল জামান শান্ত, চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, উপজেলা সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবনেতা কবির হোসেন, বিল্লাল হোসেন, রাজু, মনি, জয়েল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির নেতা আবু সাঈদ। এসময় মুসল্লিরা দু’হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন মাও. আব্দুর রউব। উল্লেখ্য: পরিবারের পক্ষ থেকে তাকে (১৮ ডিসেম্বর) সকালে অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতের চেন্নায় নেওয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest