ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে লকডাউনের প্রথম দিনে নাটোরের লালপুরে সরকারি আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে বিধিনিষেধ প্রতিপালনে মোবাইল কোর্টে মাধ্যমে ৯ জনের অর্থদণ্ড করা হয়।
শুক্রবার (২৩ জুলাই ) লালপুর উপজেলায় বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এর মোবাইল কোর্ট।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৯ টি মামলায় ৯ জনকে মোট (৩১০০) তিন হাজার এক শত টাকা অর্থদণ্ড করেন ।
এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে পুলিশ বাহিনীর কঠোর অবস্থান এবং মাইকিং করতে দেখা গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি বিধিনিষেধ কার্যকর করার লক্ষে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং বের হলে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST