প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

হিলি প্রতিনিধি: জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার শাহ আলম ভারতের ১৯৯ পতিরাম ব্যাটালিনকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দেন। বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসি জগদিস প্রসাদ মিষ্টিগুলি গ্রহণ করেন। এসময় সেখানে বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম জানান,সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও বিশেষ দিনগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে তিনি জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest