বিশ্বে আজও করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

বিশ্বে আজও করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় অচল বিশ্ব। ভাইরাসটির ভয়াল থাকায় স্থবিরতা বিরাজ করছে বিশ্বজুড়ে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। চলমান মহামারিতে গত শুক্রবার থেকে আজ রবিবার পর্যন্ত করোনায় মৃত্য ও শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬১ জন।

আর মারা গেছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৬৪০ জনে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রবিবার (৮ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে। সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ লাখ ১০ হাজার ৭৫৭ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ১৩ হাজার ২৪১ জন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest