ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুরের উপজেলার কাটলা বাজারের একটি তুলার দোকানের সামনে শুক্রবার বিকেলে ট্রাক থেকে গাছের গুল আনলোড করার সময় গুল পড়ে রাব্বী হাসান (১০) নামে এক পথচারী শিশুর মৃত্যু ঘটেছে। সে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারগবিন্দপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। নিহত রাব্বীর মা জানায়, দুই ভাই মিলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলো। বাজারের কাছে একটা ট্রাকে গাছের গুল নামানোর সময় একটি গুল তাদের উপর পড়ে যায়। এক ছেলে দৌড়ে পার হয়ে গেলেও ছোট ছেলে রাব্বী গুলের নিচে চাঁপা পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলেখা বানু জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান হাসপাতালে নিহত শিশুটিকে দেখে সাংবাদিকদের জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST