আফগানিস্তানকে বাঁচাতে বিশ্বনেতাদের কাছে আকুতি রশিদের

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

আফগানিস্তানকে বাঁচাতে বিশ্বনেতাদের কাছে আকুতি রশিদের

আফগানিস্তানে নিরপরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে আকুতি জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান।

প্রতিদিন তালেবানের হাতে নিহত হচ্ছে শতশত আফগান নাগরিক, ধ্বংস হচ্ছে ঘর-বাড়ি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এমতাবস্থায় আতঙ্কে থাকা দেশটির জনগণের পাশাপাশি এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের দেশ রক্ষার আকুতি জানিয়ে রশিদ খান লিখেছেন, ‘প্রিয় বিশ্ব নেতারা, আমার দেশের মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে। এখানে শিশু, মহিলাসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে। বাড়িঘর থেকে শুরু করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অনেকের সহায়-সম্পত্তি।

বাস্তুহারা হয়ে পড়ছে হাজারো মানুষ। আমাদের এরকম আতঙ্কের মধ্যে রেখে আপনারা কেউ চলে যাবেন না। নিরীহ আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করা হোক। আমরা শুধু শান্তি চাই।’

আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের হাতে তুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পরপরই তালেবানরা প্রায় ৬৫ শতাংশ অঞ্চল দখলে নিয়ে নিয়েছে। দেশের এমন অবস্থা দেখে চুপ থাকতে পারলেন না রশিদ খান। তাইতো বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার সাহায্য চেয়েছেন বিশ্বনেতাদের কাছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest