অন্তরঙ্গ মুহূর্তে বিরক্ত করায় শিশুকে হত্যা করলেন মা!

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

অন্তরঙ্গ মুহূর্তে বিরক্ত করায় শিশুকে হত্যা করলেন মা!

নিজের তিন বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যা করার অপরাধে এক তরুণী আর তার প্রেমিককে কারাদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাজ্যের বার্মিংহামে গত বছরের ৯ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সপ্তাহে আদালত নিকোলাকে ১৫ বছর আর ক্যালামকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। এ খবর প্রকাশ করেছে দ্যা সান ও মিরর।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলা প্রিস্ট নামে ওই তরুণী তার প্রেমিক ক্যালাম রেডফার্ন (২২) মিলে নিকোলার তিন বছর বয়সী শিশু কন্যা কাইলি জেডকে পিটিয়ে হত্যা করে। অন্তরঙ্গ মুহূর্তে নিকোলা আর ক্যালামকে বিরক্ত করার অপরাধে কাইলিকে হত্যা করা হয়। আদালতে তারা দুজনই এই কথা স্বীকার করেছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাইলির আঘাত দেখে মনে হচ্ছে তাকে ৪০ কিলোমিটার বেগে কোনো গাড়ি আঘাত করেছে কিংবা সে তিনতলার উপর থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গেছে।

এদিকে, কাইলিকে হত্যার মাত্র একদিন আগেই তার সাথে নাচের ভিডিও দিয়েছিলেন নিকোলা। এর আগেও মেয়ের সাথে নাচের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই সব ভিডিওতে কাইলিকে মায়ের সাথে হাসিমুখে তাল মেলাতে দেখা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest