নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি: নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী। সকাল ১০টায় উপজেলা প্রশাসন’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর ৯জনকে ৯ লাখ টাকা ঋণ প্রদান করে। পরে ভার্চুয়াল আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আমির হোসেন। এরপর সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাংলাদেশ আওয়ামী লীগ (অস্থায়ী) কার্যালয়ে আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ নলছিটি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান সহ উপজেলা আওয়ামী লীগ,পৌর আ’লীগ,ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা মামুন তালুকদার। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। জানা গেছে মোল্লার হাট ইউপির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লী উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest