তেজগাঁও টিকাকেন্দ্রে হট্টগোল, আহত ১

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

তেজগাঁও টিকাকেন্দ্রে হট্টগোল, আহত ১

রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে করোনার টিকা নেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় হুড়োহুড়িতে একজন নারী আহত হয়েছেন।সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। যে কারণে ওই কেন্দ্রে সাময়িকভাবে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা গেছে, ওই কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে মডার্না ও কোভিশিল্ডের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা আসে সাড়ে ১০টার পর। এরপর সিরিয়াল ভেঙে কিছু মানুষ টিকা নেওয়া শুরু করলে ভোর থেকে অপেক্ষায় থাকা অন্যরা ক্ষোভে ফেটে পড়ে। পরে হুড়োহুড়ি করে বুথে ঢুকতে গিয়ে কাচের গেট ভেঙে ফেলে। এসময় কাচের আঘাতে এক নারীর ঠোঁট ও মুখের কিছু অংশ কেটে যায়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরুল হক বলেন, সাধারণ মানুষ অতি উৎসাহী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।সিরিয়াল ব্যবস্থাপনার অভাবে এমনটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি সুষ্ঠু ব্যবস্থাপনার। তবে আজ কী হয়েছে, সে বিষয়ে সার্বিক খোঁজ নিয়ে জানাবো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest