ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
আফগানিস্তানের রাজধানী কাবুল এখন তালেবানের দখলে। এদিকে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। সব মিলিয়ে বলা চলে আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানের হাতে। এ অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশি আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমেরিকা কত যে বিলিয়ন ডলার খরচ করে আফগান আর্মিকে প্রশিক্ষণ দিল, কী লাভ হলো! তালিবানের এক তুড়িতে উড়ে গেল সব। প্রেসিডেন্ট পালিয়েছেন। আর্মি লাপাত্তা। বিলিয়ন ডলারের অপচয়। ওদিকে পাকিস্তানকেও এতকাল সন্ত্রাসী দমনের জন্য বছর বছর বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা। পাকিস্তান কী করেছে? হাজার হাজার মাদ্রাসায় বাচ্চাদের শিখিয়েছে আফগানিস্তানে গিয়ে জিহাদ করার জন্য।’
তিনি লিখেন, ‘পাকিস্তানের মসজিদগুলোতেও জিহাদ করার জন্য মগজ ধোলাই করা হয়েছে। তালিবানদের সঙ্গে এখন আফগানিস্তান দখলের লড়াই করছে পাকিস্তানি জিহাদিরা। আফগানিস্তানে আমেরিকার সৈন্য যখন ছিল, তালিবানদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান। তালিবানের জন্মদাতাই তো পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই।
তসলিমা নাসরিন আরও বলেন, ‘শুনছি এখনকার তালিবান নাকি আগের তালিবানের মতো নয়। এরা নাকি আগের কট্টরপন্থা ত্যাগ করেছে। ত্যাগ করলেও ইসলাম তো তার কট্টরপন্থা ত্যাগ করেনি। তালিবান তো দেশ চালাবে ইসলামের আদর্শেই।’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST