ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট-হিলি স্থল বন্দর সড়কের ভীমপুর নামক এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৬ আগষ্ট সোমবার দুপুরে হিলি স্থল বন্দরগামী একটি ট্রাক ভীমপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা দিনাজপুর জেলা সদরের বাসিন্দা মোকছেদুল হোসেনের ছেলে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা (৩৫) ট্রাকটিকে ওভারটেকিং করার সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় অত্র এলাকার স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST