সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ডোপ টেস্ট করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ডোপ টেস্ট করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট করা হবে। পজিটিভ হলেই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানও এই আওতায় থাকবে জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র কিংবা যারা ইউনিভার্সিটি-কলেজে অ্যাডমিশন নেবেন তাদেরও ডোপ টেস্ট করা হবে। এ ছাড়া শিক্ষকরাও এই ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা এ ধরনের একটি আলোচনা করেছি।

কবে থেকে এটি বাস্তবায়ন হবে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest