বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামার ১ম মৃত্যুবার্ষিকীতে সকল শাখায় শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামার ১ম মৃত্যুবার্ষিকীতে সকল শাখায় শ্রদ্ধা নিবেদন

আজ ১৭ আগস্ট মঙ্গলবার ২০২১ সকাল ১১ টায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া শ্রমিক নেতা আমিনুল ইসলাম শামা ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে (৩০৫ রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সিআর দত্ত রোড, হাতিরপুল ঢাকা) এবং সকল শাখা অফিসে (মিরপুর, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুরসহ অন্যান্য অঞ্চলে) শামার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে এবং স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে। বিকেল ৪ টায় আশুলিয়া অফিসের সামানে আমিনুল ইসলাম শামার জীবন ও কাজের ওপর আলোকচিত্র প্রদর্শিত হয়। এ প্রদর্শনিতে আলোকচিত্রী তাসলিমা আখ্তার, মাহবাত উদ্দীন এবং গার্মেন্ট শ্রমিক সংহতির আরকাইভ থেকে।
সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এই আয়োজনে কেন্দ্রীয় কমিটির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, এবং গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষে সমন্বয়ক শহীদুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, শমীম ইমাম, প্রকাশ দত্ত, রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও গার্মেন্ট শ্রমিক ফ্রন্টসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভুঁইয়া, শ্যামলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আশুলিয়া শাখায় শ্রদ্ধার্পনের কর্মসচি কেন্দ্রীয় সভাপ্রধান তাসরিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবুসহ স্থানীয় নেতৃত্বরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আশুলিয়ায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গার্মেন্টস টিউসি এর সাঙ্গঠনিক সম্পাদক কে এম মিন্টু, আল কামরান, মোঃ আশিক সরকার, মোঃ কামরুল ইসলাম, মোঃ কবীর হোসেন, মোঃ শাহাদত হোসেন স্বপন ও অন্যান্য নেতৃবৃন্দ। গার্মেন্ট শ্রমিক সংহতির আশুলিয়া থানা শাখার সভাপ্রদান বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, শাহিদা আক্তার, আনিসুর রহমান, শমীম হোসনেসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতবছর ১৭ আগস্ট করোনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৃত্যু বরণ করেন আমিনুল ইসলাম শামা। শামার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারা দেশে ১৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসুচির সুচনা হয় আশুলিয়ায় স্মরণ সভার মধ্য দিয়ে।

শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আমিনুল ইসলাম শামা আজীবন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে গেছেন। তিনি আশুলিয়া অঞ্চলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে সকল শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে শ্রমিক শ্রেণির আদর্শকে ধারণ করে আন্দোলন করে এসেছেন। শামার প্রথম মৃত্যুবার্ষিকীতে বেশিরভাগ শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest