ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
ইরফান সুজন, স্টাফ রিপোর্টারঃ বরিশালের বানারীপাড়ায় গ্রামীণ জনপদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায় উপজেলার বাইশারী খেয়াঘাট থেকে বিশারকান্দি বাজার পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কের দু’পাশে সোলার স্ট্রীট লাইট(সড়ক বাতি) স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার বাইশারী প্রি-ক্যাডেট স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, বানারীপাড়া উপজেলাকে আলোকিত উপজেলায় রূপান্তর করতে সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সবগুলো সড়কে স্ট্রীট লাইট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার মাত্র ৩ হাজার ২শ’ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখে গিয়েছিলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে গত ১১ বছরে প্রায় সাড়ে ১৯ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, ওসি শিশির কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আ. ওয়াদুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম,আওয়ামী লীগ নেতা আ. হাই, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। আওয়ামীলীগ এর এই উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে সকলের প্রতি আহবান জানান মাননীয় সংসদ সদস্য শাহ আলম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST