ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসির মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত।
সিরাজগঞ্জ সদর থানার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনার জের ধরে গভীর রাতে থানা রোড এলাকায় আবারও সংঘর্ষে লিপ্ত হয় দুই মহল্লাবাসি। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই মহল্লা দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST