অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া দাবিতে গণসমাবেশ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া দাবিতে গণসমাবেশ

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ১৮ আগষ্ট ২০২১ বুধবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে” গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ) এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গণসমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার পরিকল্পিতভাবে জাতিকে অশিক্ষিত করার ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেন, এখনই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার অনেক ধরণের ব্যবস্থা করতে পারে। (১) সকল ছাত্র-শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। (২) প্রতি সপ্তাহে প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে দুইদিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারে। ক্লাসের ছাত্রদের তিন ভাগে ভাগ করে এক ভাগকে সপ্তাহে দুই দিন ক্লাস পরীক্ষার কার্যকর ব্যবস্থা করতে পারে। এতে ছাত্রদের শিক্ষা জীবন কিছুটা হলেও রক্ষা পাবে। ভবিষ্যত উচ্চ শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে। যদি সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করতে ব্যর্থ হয় তবে গণতান্ত্রিক বামঐক্যের নেতৃবৃন্দ মনে করেন জাতিকে বর্তমান সরকার অশিক্ষিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই নেতৃবৃন্দ বিশেষভাবে সরকারকে আহ্বান করছে এখনই সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতিকে মেধা শূন্য হওয়ার হাত থেকে মুক্তি দিন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest