ঢাকা ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
ঐহিত্যবাহী সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আহমদ আলী ওরফে বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রহঃ) এর নাতি, হযরত বাবা নূরী শাহ্ (রহঃ) এর কনিষ্ঠ পুত্র,মহান সুরেশ্বর দরবার শরীফের প্রধান গদীনশীন পীর ও মুর্শেদ ক্বেবলা আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যদ শাহ্ নূরে আখতার হোসাইন আহমদীনূরী ওরফে বাবা চুন্নু শাহ্ অদ্য ১৯ শে আগস্ট রোজ বৃহস্পতিবার রাত ৩.৩০ মিনিটে বেছালেহক্ব প্রাপ্তি লাভ করেন ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যদ শাহ্ নূরে আখতার হোসাইন আহমদীনূরী ওরফে বাবা চুন্নু শাহ্ (রহ.) সাহেবেকর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া।
একই সাথে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবার ও দরবারের লাখো খালো বক্ত-মুরিদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST