নাতনীর অপেক্ষায় আদালতে নানা

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

নাতনীর অপেক্ষায় আদালতে নানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে। তার সঙ্গে দেখা করতে আদালতে ছুটে এসেছেন নানা ও তার খালাতো ভাই মেহেদী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে আসেন তারা। আদালতে কেন এসেছেন জানতে চাইলে পরীমনির নানা বলেন, ‘নাতনীর সাথে দেখা করতে এসেছি।’এ ছাড়া তিনি আর কোনো কথা বলেননি।

এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আজ তৃতীয় দফায় পরীমনির পাঁচ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ১৬ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

তার আগে গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

৫ আগস্ট পরীমনি ও তার সহযোগীকে আদালতে হাজির করা হয়। এরপর বনানী থানার মামলায় তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ১০ আগস্ট পরীমনি ও তার সহযোগী দিপুর দ্বিতীয় দফায় দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। ওই সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গত ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

পরীমনি ২০১৪ সালে সিনেমায় আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। প্রযোজক রাজ তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে নিয়ে আসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest