ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’ বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
আইনশৃঙ্খলা বাহিনীর ইতোমধ্যে দেশটির বড় শহরগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম। হাজার বছর ধরে উপমহাদেশে সুন্নি ও শিয়া মুসলিমরা মিলে মিশে থাকলেও গত প্রায় দু’দশক ধরে পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন শিয়ারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST