খুলে দেওয়া হলো আসিফ নজরুলের কক্ষের তালা

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

খুলে দেওয়া হলো আসিফ নজরুলের কক্ষের তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৫টার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনও ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।’

এর আগে বুধবার (১৮ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের কাবুল-তালেবান জড়িয়ে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অধ্যাপক আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ও মুক্তিযুদ্ধ মঞ্চ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest