ঢাকা ৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তৃতীয় দফা রিমান্ডের পর পরীমণিকে শনিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে হাজির করে সিআইডি। পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন উল্লেখ করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST