আফগানদের প্রতিরোধে ৩ এলাকা ছেড়ে পালালো তালেবান

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

আফগানদের প্রতিরোধে ৩ এলাকা ছেড়ে পালালো তালেবান

আফগানদের প্রতিরোধের মুখে দেশটির বাঘলান প্রদেশের তিনটি এলাকা থেকে পালিয়েছে কট্টর ইসলামপন্থি তালেবান যোদ্ধারা।বাঘলানের এলাকা তিনটি পুল-ই-হাসের, বানু ও দেহ সালাহ। এলাকা তিনটি থেকে তালেবান যোদ্ধাদের হটানোর সময় উভয় পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের বিরুদ্ধে ধীরে ধীরে সাধারণ নাগরিকদের ক্ষোভ বহিপ্রকাশ ঘটছে। তারই নমুনা দেখা গেল এই তিন এলাকায়।অবশ্য এ বিষয়ে তালেবান থেকে কোনো মন্তব্য আসেনি। বানুর সাবেক পুলিশ প্রধান আসাদুল্লাহ বলেন, ‘সৃষ্টিকর্তা ও মুজাহিদীনদের সহায়তায় তিনটি এলাকা স্বাধীন করা হয়েছে। আমরা এখন খিনজান এলাকার দিকে এগুচ্ছি। দ্রুতই বাঘলান প্রদেশ মুক্ত করা হবে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest