মদনপুর সুফিয়া বেগম স্বর্ণলতা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

মদনপুর সুফিয়া বেগম স্বর্ণলতা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর সুফিয়া বেগম স্বর্ণলতা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো. জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- বিশিষ্ঠ সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. মুনছুর আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ঠ সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. আক্তারুজ্জামান, হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন রানা। এছাড়া অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন- মদনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শরীফ আহমেদ, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানসহ অত্র বিদ্যাপীঠের সকল অভিভাবক ও অভিভাবক সদস্যবৃন্দ। প্রধান অতিথি মো. মুনছুর আলী মোড়ল বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের।আপনার সন্তান এখন কাদার দলা যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা ২০৪১ সালের বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest