গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, গণটিকা কার্যক্রম আবাতত হচ্ছে না। তিনি বলেন, যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। আজ সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।

জাহিদ মালেক বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest