বেহাত সেই ৩ জেলা দখলের দাবি তালেবানের

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

বেহাত সেই ৩ জেলা দখলের দাবি তালেবানের

স্থানীয় মিলিশিয়াদের হাতে চলে যাওয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার তালেবান বিরোধী যোদ্ধারা পাল-হেসার, বানু আর আনদ্রাবি জেলাগুলো দখলমুক্ত করে। দখলমুক্ত করার পর তারা তালেবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের ত্রিরঙা পতাকা উড়িয়ে দেয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেন, ইসলামি আমিরাত সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে। সোমবার তালেবান যোদ্ধারা জেলা তিনটি থেকে প্রতিরোধবাহিনীকে হটিয়ে দিয়ে বাদাক্ষান, তাখার ও আন্দারাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে টুইটারে দাবি করেছেন তিনি। পুরো আফগানিস্তান হাতের মুঠোয় নিলেও এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে দেশটির পাঞ্জশির প্রদেশ। সোমবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে।

প্রয়াত তালেবানবিরোধী কিংবদন্তি তাজিক নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসুদের নেতৃত্বে থাকা প্রায় নয় হাজার যোদ্ধার এ দুর্ধর্ষ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টকে কাবু করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তালেবান। তবে তার আগে মাসুদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে তালেবান। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতা ভাগাভাগি বা অংশগ্রহণমূলক সরকারের শর্তে আলোচনায় সম্মত রয়েছে পাঞ্জশিরও।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest