অন্তঃসত্ত্বা সৎবোনকে বিয়ে করলেন জনপ্রিয় রেসার

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

অন্তঃসত্ত্বা সৎবোনকে বিয়ে করলেন জনপ্রিয় রেসার

প্রেম যে মাঝে মাঝে সব সম্পর্ককে হার মানায়, তারই যেন দৃষ্টান্ত স্থাপন করলেন জনপ্রিয় পর্তুগিজ মোটোজিপি রেসার মিগুয়েল অলিভিয়েরা। নিজের সৎবোনের সাথে প্রণয়ের পর অন্তঃসত্ত্বা এবং শেষটা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। জানা গেছে, একই ছাদের নিচে ১১ বছর টানা প্রেম করে সৎ মায়ের মেয়ে আন্দ্রেয়া পিমেন্টাকে শেষ পর্যন্ত বিয়ে করেছেন এই রেসার।

গেল বছর এক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবার নিজেদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ করেন অলিভিয়েরা। তিনি জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। পরে দুজনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তবে ১১ বছর ধরে গোপনে প্রেম করে গেছেন। টের পায়নি কেউই।

এদিকে, গত সপ্তাহেই এই নবদম্পতি ঘোষণা করেন, আন্দ্রেয়া সন্তান সম্ভবা। একটি আল্ট্রা-সাউন্ড রিপোর্টের ছবির সঙ্গে বেবি বাম্পের ছবিও শেয়ার করেন নবদম্পতি। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় উচ্ছ্বসিত হয়ে অলিভিয়েরা বলেন, ‘আমরা দু’জনেই খুব খুশি। আমাদের জীবনে নতুন সদস্যের আগমণের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর মতে, এই দম্পতির বিয়ের ঘটনাও ছিল চমকপ্রদ। গত বছর তারা বাগদান পর্ব সেরে রাখেন। সেই বছরই বিয়ে করার কথা থাকলেও আলিভিয়েরা মোটোজিপির কাছে প্রতিশ্রুতি থাকার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে চলতি বছরের জুলাইয়ের শেষদিকে বিয়েটা সেরে ফেলেন তারা।

Share this:


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest