সৈয়দপুর পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধিকে হেয়ারিং এইড প্রদান

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

সৈয়দপুর পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধিকে হেয়ারিং এইড প্রদান

খাদমেুল মোরসালনি শাকীর রংপুর ব্যুরো\ \ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে একজন শ্রবণ প্রতিবন্ধি বিউটি পার্লার কর্মীকে হেয়ারিং এইড প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৌর মেয়রের কক্ষে এটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, আরবান ডেভলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার অপূর্ব সাহা, এম এস আর গণি, পৌর কর্মচারী এসোসিয়েশনের সৈয়দপুর শাখা সভাপতি সুজন শাহ প্রমুখ। সৈয়দপুর শহরের একটি বিউটি পার্লারে কর্মরত শ্রবণ প্রতিবন্ধি আয়শা সিদ্দিকাকে (১৮) ৮ হাজার ৩ শ’ টাকা মূল্যমানের হেয়ারিং এইড টি প্রদান কর হয়। আয়শা সিদ্দিকা শহরের মুন্সিপাড়া মহল্লার মনির উদ্দিনের মেয়ে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest