বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ২৩ হাজার ৬৯৪ জন।

অপরদিকে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৭৯ লাখ ৯০০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫১২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৬ হাজার ৩৯৩ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮২০ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৯২ জন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest