পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ‘গভীর ষড়যন্ত্র’

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ‘গভীর ষড়যন্ত্র’

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে নিজের এ অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের ঘটনায় মধ্যে আমি গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এটার পেছনে কোনো…আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলেছি, সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদেরও আজকে নির্দেশনা দিয়েছেন। এটা গভীরভাবে তদন্ত করতে হবে এবং এর পেছনের রহস্য অবশ্যই উদঘাটন করতে হবে।’

তিনি বলেন, ‘এত সকাল বেলা এই ঘটনা আমরা দেখলাম, জাহাজ গেল, আবার ওখানে গিয়ে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। আবার ভিডিওতে দেখছি (মাস্তুল) বাড়ি খেয়ে পড়ে গেল। বলা হচ্ছে ওটা লোহার, লোহার হলে তো পড়ে যাবে না, বেঁকে যাবে এবং ঘষা খাবে। কিন্তু ঘষার কোনো চিহ্ন নেই। এই সংবাদগুলো কেন আসছে, এটারও তদন্ত হওয়া দরকার। আমর কথা ভুল হলে আমি খুশি হব, যে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। আমরা আমাদের অপরাধী ভাবছি। এখন তো মনে হচ্ছে এটা পদ্মা সেতুতে আঘাত নয়, আঘাত আমাদেরকেই করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। আমরা চাই এটার সঠিক তদন্ত হোক। অপরাধী যেই হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেগুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক।’

এদিকে এদিন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরির ধাক্কার ঘটনার পরআমি নিজেও ছুটে এসেছি। সেতুর আর্মি, বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তারা কোন প্রকার আঘাত বা আঘাতের কোনো প্রকার প্রভাব রয়েছে এমন কিছু পায়নি। বিষয়টি আঘাত লেগেছে বলে দেখানো হয়েছে, তবে আমি এটা বলতে পারি যে ওখানে কোন ড্যামেজ হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩নং পিয়ারের মাঝখানের “ওয়ান বি” স্প্যানে হালকা ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর ফ্লাগ স্ট্যান্ডের । সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়াঘাট থেকে রওনা হয়ে দৌলতদিয়া-পাটরিয়া নৌরুটে যাওঢার সময় মুন্সিগঞ্জের মাওয়ায় এঘটনা ঘটে।তবে দূর্ঘটনার সময় ফেরিতে কোন যাত্রী যানবাহন ছিলো না।

বিআইডাব্লিউটিসি সূত্র জানিয়েছে, ফেরি ফ্লাগ স্ট্যান্ড (পতাকা লাগানোর লোহার ঢন্ড) হালকা ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোন ক্ষতি হয়নি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest