তালেবানের দখলে পাঞ্জশির, পালিয়েছেন সালেহ-মাসুদ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

তালেবানের দখলে পাঞ্জশির, পালিয়েছেন সালেহ-মাসুদ

আফগানিস্তানে বিরোধীদের শেষ শক্ত ঘাঁটি পাঞ্জশির উপত্যকা আগেই নিজেদের দখলে নিয়েছে তালেবান। এরপরই উপত্যকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আশরাফ গনির নেতৃত্বাধীন সাবেক আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।অন্যদিকে তালেবান পাঞ্জশিরের দখল নেওয়ার পর উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দেওয়া আহমেদ মাসুদের অবস্থানও অজানা। সোমবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আলজাজিরার সংবাদদাতা শার্লট বেলিস জানিয়েছেন, ‘পাঞ্জশির উপত্যকায় তালেবান-বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দেওয়া আহমেদ মাসুদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা এখনও অজানা।’ অন্যদিকে তালেবানের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, পাঞ্জশির উপত্যকার পতনের পর তাজিকিস্তানে পালিয়ে গেছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

আলজাজিরা জানিয়েছে, তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর আফগান নিরাপত্তা বাহিনী ও পুলিশের অনেক সদস্য পাঞ্জশিরে পালিয়ে যান এবং নিজেদেরকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করেন। সেসময় তারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন। এর আগে প্রায় এক সপ্তাহের যুদ্ধ শেষে পাঞ্জশির পুরোপুরি দখলে এসেছে বলে জানায় তালেবান। সোমবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest