বরিশালে ব্যতিক্রমী আয়োজনে ইংরেজী নববর্ষ উদযাপন করলো রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

বরিশালে ব্যতিক্রমী আয়োজনে ইংরেজী নববর্ষ  উদযাপন করলো রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে অন্যতম সেচ্ছাসেবী সংগঠন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইংরেজী নববর্ষ উদযাপন হল আজ পহেলা জানুয়ারি ২০২০ বুধবার। বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সহযোগিতায় আজ সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সভাপতি শাওন অরন্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য আরেফিন পারভেজ, রুমা আখতার, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমা আক্তার এবং সম্পাদক আবুল কালাম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্য শান্তা আক্তার, নাজিফা, এরিকা, আকাশ, মিজু, সুমাইয়া, খুশব, লতা এবং চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য লাকি আক্তার, ফারজানা, রুমি ও সিমা। ৩৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে এই ইংরেজী নববর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শারমিন খান শাহাজাদী। অনুষ্ঠানের একটি পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে সুমাইয়া, রিতু, ফাতিমা, আশা নৃত্য পরিবেশন করেন। অপু, রাখি, সুমি গান গেয়ে সবাইকে বিমোহিত করে তোলেন। সভাপতি শাওন অরন্য বলেন, আমি অনেক খুশি এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটতে পেরে। আমি মনে করেন এই সব সুবিধা বঞ্চিত শিশু অনেক মেধাবী। এদের সঠিক ভাবে নির্দেশনা দিতে পারলে এরাই একদিন দেশের উজ্জ্বল ভবিষ্যত হবে। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন অতীতে সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ছিল, এখন তাদের নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। উক্ত অনুষ্ঠান শেষে দুপুর ০১টা ৩০ মিনিটে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest