ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রবীর কুমার কাঞ্চন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় স্থানীয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার শাহনাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজার রহমান, তারাগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তারাগঞ্জ ও/এ বালিক ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST