করােনায় আক্রান্ত রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ শওকত আলী

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

করােনায় আক্রান্ত রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ শওকত আলী

নিজস্ব প্রতিবেদক।।
কোভিড -১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ শওকত আলী। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন । গত শুক্রবার ( ১০ সেপ্টেম্বর ) থেকে গত বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর ) পর্যন্ত । তিনি বাসায় আইসােলেশনে ছিলেন । পরে অবস্থা খারাপ হলে গত শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর ) ও গত গত শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থা অবনতি হলে গত রােববার ( ১৯ সেপ্টেম্বর ) বিকালে আইনমন্ত্রী আনিসুল হক ও আইন সচিব গােলাম সারােয়ার এর সার্বিক সহযােগিতা ও তত্ত্বাবধায়নে সেনাবাহিনীর হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে । কিছু দিন আই সি ইউ তে ছিলেন । বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তিনি ইতিপূর্বে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডােজের টিকা নিয়েছেন বলে জানান । পরিবারের কেউ সংক্রমিত হয়নি । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএল.এম ( ২১ ব্যাচ)এর পক্ষ থেকে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ)মােঃ মেহেদী হাসান তালুকদার তার রােগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং আইনমন্ত্রী আনিসুল হক ও আইন সচিব গােলাম সারােয়ারসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসােসিয়েশনের নেতৃবৃন্দের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest