ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা শেষে মাদকমুক্ত উপজেলা গড়তে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, থানা অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST