দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরি চলাচল শুরু।

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরি চলাচল শুরু।

বিশেষ প্রতিনিধিঃ দুমকি উপজেলার বাহেরচর-গোমা-দীনারের পূল সড়কের ০ কি.মিটারে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল আনুষ্ঠনিক ভাবে শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফেরী চলাচলের উদ্বোধন করেন বরিশাল -৬(বাকের গঞ্জে) জাতীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না। বাহেরচর ফেরীঘাটের নলুয়া প্রান্তে সরক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাসুদ আল মামুন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাসুদ খান, নলুয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম খান প্রমূখ বক্তৃতা করেন। বাহেরচর ফেরী চলাচল শুরু হওয়ার মধ্যোদিয়ে দুমকির সাথে বাকেরগঞ্জের নদী বেষ্টিত নলুয়া, কবাই,দুধল ইউনিয়ন হয়ে বিভাগীয় শহর বরিশালের সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest