আগামী জুন মাসের মধ্যে মডেল মসজিদের কাজ শেষ করতে হবে, ধর্মপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

আগামী জুন মাসের মধ্যে মডেল মসজিদের কাজ শেষ করতে হবে, ধর্মপ্রতিমন্ত্রী

তানভীর আহমেদ কুমিল্লাঃ

করোনা মহামারীতে বিশ্ব যখন স্থবির। এতে বাদ পড়েনি বাংলাদেশও। তার ভিতরে সারাদেশে একশতটির বেশি মডেল মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে। সেই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে তিন তালা বিশিষ্ট মসজিদের প্রথম তালার ছাদ ডালাইয়ের কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে মডেল মসজিটির কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেয়া হয়।
গতকাল শনিবার ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খাঁন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজি পরিদর্শনকালে এসব কথা বলেন।
পরে প্রতিমন্ত্রী নাঙ্গলকোট হাজী বাদশা আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিকিৎসা ক্ষাতে ব্যাপক উন্নয়ন করছেন। এখন তিনি হোমিওপ্যাথি চিকিৎসার দিকেও তিনি নজর দিয়েছেন। সময়ের সাথে হোমিওপ্যাথি চিকিৎসাও এগিয়ে যাবে।
এতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম র্সাকেল এসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, ওমান আ’লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ওসি ফারুক হোসেন, ব্যাংকার আসাদুজ্জামান, হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ মোতালেব সহ প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest